শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজরে খাতভিত্তিক লেনদেনে সেরা ওষুধ খাত

বিদায়ী সপ্তাহে শেয়ারবাজরে খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে ওষুধ-রসায়ন খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ৩০.৫ শতাংশ অবদান এই খাতের।

এ তথ্য জানিয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে প্রকৌশল খাতে ৯.৫ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে আছে। সাধারণ বিমা খাতে ৮.৫ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তাছাড়া লেনদেনের তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে জ্বালানি-বিদ্যুৎ খাতে ৮.১ শতাংশ, ব্যাংক খাতে ৭.৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৬.৭ শতাংশ, বস্ত্র খাতে ৫.৯ শতাংশ, বিবিধ খাতে ৫.১ শতাংশ, খাদ্য খাতে ৪.২ শতাংশ, আইটি খাতে ২.৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.২ শতাংশ, জীবন বিমা খাতে ২.২ শতাংশ, কাগজ খাতে ১.৬ শতাংশ, সিরামিক খাতে ১.৪ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩ শতাংশ, আর্থিক খাতে ১.১ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কোরবানি ঈদকে ঘিরে শেরপুরে কামারদের প্রস্তুতি

সংবাদটি শেয়ার করুন