ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আফগান ক্রিকেট আর্থিক ক্ষতির মুখে

আফগানিস্তানের ক্রিকেটারদের অনেক ক্ষতি হবে যদি এ বছর টি-টোয়েন্টি বিশ্ব আসর এবং এশিয়া কাপ না হয়। দলটির হেডকোচ ল্যান্স ক্লুজনার এমনটাই মন্তব্য করেছেন।

দক্ষিণ আফ্রিকান কোচ জানান, এর পূর্বে কখনো একটানা এতো লম্বা সময় মাঠে না নামার অভিজ্ঞতা হয়নি। ক্রিকেটাররা এটা নিয়ে হতাশ। তাই ক্লুজনার ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা রাখার চেষ্টা করছেন। তিনি মনে করেন, সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড আর্থিকভাবেও বেশ লোকসানের মুখে পড়েছে।

একটানা এতো লম্বা সময় মাঠে না নামার অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। এ নিয়ে হতাশ ক্রিকেটাররা। তাই মানসিকভাবে দলকে চাঙা রাখার চেষ্টা করছেন ক্লুজনার। সবকিছু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে মনে করেন তিনি। আর্থিকভাবেও বেশ লোকসানের মুখে পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এরইমধ্যে ক্রিকেটার ও কোচিং স্টাফদের ২৫ শতাংশ বেতন কাটা হয়েছে। ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ও এশিয়া কাপের মতো আসর না হলে আরো বড় ক্ষতির মুখে পড়তে হবে বোর্ডকে। সবকিছু নিয়ে তাই শঙ্কায় আছেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। শেষ পর্যন্ত মেগা ইভেন্টগুলো না হলে, আর্থিক লোকসান পুষিয়ে নিতে এফটিপির বাইরে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের তাগিদ দিয়েছেন ক্লুজনার।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন