ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বীজের গোডাউনে অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি

জয়পুরহাটে পৌরসভার মুসলিম নগর এলাকায় বেলাল শেখের একটি বীজের গোডাউনে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা বিভিন্ন ফসলের বীজ, ভুট্টা, চটের বস্তা, কার্টুন, পলিথিন ইত্যাদি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। 

তবে এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ হয় নি।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, গতরাত ১০টা ৫মিনিটের সময় এ অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট এর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং এর ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে নিভিয়ে ফেলা হয়। 

ওই গোডাউনের ১টি দরজা ছাড়া, কোন জানালা না থাকায় ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি বলে দ্রুত আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন নিভে গেলেও ভিতরে তুষ জাতীয় বিভিন্ন ফসলের বীজ, ভুট্টা, কার্টুন, পলিথিন ইত্যাদি পোড়ার কারণে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন