ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত কারণে নতুন নির্দেশনা

সৌদি আরব ওমরাহ পালনকারী মুসলমানদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত কারণে নতুন নির্দেশনা দিয়েছে।

জানা যায়, মক্কায় গ্র্যান্ড মসজিদ (হারাম) এর পবিত্র স্থানে ওমরাহ-এর আনুষ্ঠানিকতা শেষ করার পর শুধুমাত্র অনুমোদিত নাপিতের কাছে চুল কাটানোর পরামর্শ দেয়া হয়েছে।

সৌদি হজ মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের গ্র্যান্ড মসজিদ (হেরাম) এর আশপাশে নির্ধারিত নাপিত বা ব্যার্বার শপে চুল কাটানোর গুরুত্ব তুলে ধরেছে, যাতে তাদের স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষিত থাকে। এই স্থানগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করে।

অনুমোদিত ব্যার্বাররা (নাপিত) সেখানে কাজ করেন যাতে ওমরাহ তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, মন্ত্রণালয় আরও যোগ করেছে। খবর: গলফ নিউজ।

আর্র জানানো হয়, ‘হারাম শরিফের আশপাশে নির্ধারিত স্থানে অনুমোদিত ব্যার্বারদের মাধ্যমে আপনাকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর বলা নির্দেশনা দেয়া হয়েছে। এতে পরিষ্কার এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়। মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এসব জানিয়েছে। ওমরাহ সম্পন্ন করার পর পুরুষদের মাথা ন্যাড়া বা মুণ্ডন অথবা কিছু পরিমাণ চুল কাটতে হবে। নারীদের শুধুমাত্র আঙুলের ডগার সমান চুল কাটতে হবে, যা তাসকির নামে পরিচিত।

প্রসঙ্গত, বর্তমান ওমরাহ মৌসুম চলছে, যা সারা বছরজুড়ে চলতে থাকে তা এ বছর  হজ পালনের পর জুনের শেষের দিকে শুরু হয়। হজে প্রায় ১৮ লাখ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন। সৌদি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর প্রায় ১ কোটি ৩৫ লাখ মুসলিম ওমরাহ পালন করেছেন। দেশটি আগামী বছর ১ কোটি ৫০ লাখ মুসলিমকে ওমরাহ পালনের জন্য স্বাগতম জানাতে পরিকল্পনা নিয়েছে। ইসলামের জন্মস্থান সৌদি আরব গত কয়েক মাসে ওমরাহ পালনের জন্য দেশটি আসতে ইচ্ছুক মুসলমানদের জন্য একাধিক সুবিধা চালু করেছে।

এ ছাড়া, ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে এবং ভিসাধারীরা স্থল, আকাশ এবং সমুদ্র বন্দর দিয়ে গোটা দেশে প্রবেশ ও যেকোনো বিমানবন্দর থেকে বের হওয়ার অনুমতি পাবেন। নারী যাত্রীদের এখন আর পুরুষ অভিভাবক ছাড়া সৌদি যেতে বাধা নেই।

সংবাদটি শেয়ার করুন