ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও ইনজুরিতে নেইমার

এক বছর পর মাঠে ফেরার কিছুদিন বাদেই আবারও চোটের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। স্বাভাবিকভাবেই তাতে জোড়াল হচ্ছে সংশয়ের মেঘ। আল হিলাল ফরোয়ার্ড মনে করেন, যথেষ্ট সাবধানতা বজায় রেখে খেলতে হবে তাকে।

গত বছর অক্টোবরে এসিএল চোট পান নেইমার। ফেরেন গত মাসের শেষের দিকে, আল হিলালের জার্সিতে। সোমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের এলিট ম্যাচে এস্তেগলালের বিপক্ষে নামেন ৫৮তম মিনিটে। ৩০ মিনিটেরও কম সময় খেলার তার তাকে তুলে নেওয়া হয়। ডান পায়ের পিছনের অংশটি চেপে ধরেন নেইমার। চোখেমুখে অস্বস্তি ছিল স্পষ্ট। ডাগআউটে বসে রাগে বুট ছুঁড়ে মারতে দেখা যায় তাকে।

ম্যাচের পর নেইমার অবশ্য সমর্থকদের প্রতি দিয়েছেন ইতিবাচক বার্তা।

“এটা একটা ক্র্যাম্পের মতো মনে হয়েছিল, তবে এটা খুব তীব্র ছিল! আমি কিছু পরীক্ষা করব এবং আশা করি এটি গুরুতর কিছু নয়। ১ বছর পর মাঠে ফিরে এমন কিছু হওয়া স্বাভাবিক, ডাক্তাররা ইতিমধ্যে আমাকে সতর্ক করেছেন এই ব্যাপারে। আমাকে সতর্ক থাকতে হবে এবং আরও কম সময় খেলতে হবে।”

গত মৌসুমে পিএসজি থেকে আল হিলালে যোগ দেন নেইমার। চোটে পড়ার আগে খেলতে পারেন মাত্র পাঁচটি ম্যাচ। এই মৌসুমেও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না। আগামী জানুয়ারির আগ পর্যন্ত সৌদি প্রো লিগ ম্যাচগুলোর জন্য তাকে নিবন্ধন করতে পারবে না ক্লাবটি। ফলে আপাতত খেলে যেতে হবে অন্য প্রতিযোগিতায়।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারকে নিয়ে খুব তাড়াহুড়া করার ইচ্ছা নেই আল হিলালের। একই অবস্থান ব্রাজিলেরও। চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সাবেক বার্সেলোনা তারকাকে দলে রাখেননি দরিভাল জুনিয়র। তিনিও বলেছেন, নেইমারকে শতভাগ ম্যাচ ফিটনেস ফিরে পেতে সময় দিতে চান তারা।

আনন্দবাজার/ এমকে

সংবাদটি শেয়ার করুন