শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ভোট কেন্দ্রে ভোটাদের উপস্থিতি কম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের তেমন আগ্রহ লক্ষ্য করা যায়নি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

সরেজমিনে ফুলবাড়ী উপজেলার সকাল ১০টা ১০ মিনিট থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত উপজেলার ১৫টি ভোটকেন্দ্রে গিয়ে কোনকেন্দ্রেই লাইনে চোখে পরার মত কোন ভোটারকে দেখা যায়নি। তবে ভোটারদের অবস্থান দেখা গেছে প্রার্থীর প্যান্ডেলে। তারা হয়তো কোন এক সময় কেন্দ্রে প্রবেশ করে ভোট প্রদান করবেন।

সকাল ১০টা ১০ মিনিটে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় গিয়ে দেখা যায়, সেখানে লাইনে কোন ভোটার নেই।৭টি বুথে ওই কেন্দ্রে ৩ হাজার ১৫০ ভোট থাকলেও ভোট প্রদান করেছন ১শজন ভোটার। জানালেন প্রিজাডিং অফিসার সবুজ কুমার গুপ্ত। একই অবস্থা ১০টা৩০ মিঃ পূর্বচন্দ্রখানা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে ৪ হাজার ৪৫৫ ভোটের মধ্যে ভোট প্রদান করা হয়েছে ১৮৫ ভোট, নওদাবস সঃপ্রাঃ বিদ্যালয় সকাল ১০.৩৫ মিনিটে ৩ হাজার ২৯২ ভোটের মধ্যে ৩’শ, রামরামসেন সঃপ্রাঃ বিদ্যাঃ ১০.৫৫মিনিটে ২ হাজার ৫’শ ভোটের মধ্যে ২’শ, ভাঙামোর ব্যাপারী টারী সঃপ্রাঃবিঃ ৩হাজার ১৭০ ভোটের মধ্যে সকাল ১১ টায় ২’শ, খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রসায় সকাল ১১.৩০ মিনেটে ভোট পড়েছে ২ হাজার ৮৪৫ এর মধ্যে ১২৬ ভোট, ১ নং আটিয়াবাড়ী সঃপ্রাঃবিদ্যাঃ কেন্দ্রে ১২.১৫ মিনিটে ৩ হাজার ২০৬ ভোটের মধ্যে ৩’শ, শ্যামপুর সঃপ্রাঃবিদ্যালিয় কেন্দ্রে ৩ হাজার ২৮২ ভোটের মধ্যে ভোট প্রয়োগ হয়েছে ২৫১ ভোট, কাশিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৮৬৮ ভোটের মধ্যে ১২.৪০ মিনিটে ভোট প্রয়োগ হয়েছে ৫’, মনিরের ভিটা সঃপ্রাঃবিদ্যালয় কেন্দ্রে দুপুর ১.৩০ মিনিটে মোট ভোট ৩ হাজার ২০৮ ভোটের মধ্যে ৪’শ ৫০ ভোট পড়েছে। মনিরের ভিটা সঃপ্রাঃবিদ্যালয় কেন্দ্রে দুপুর ১.৩০ মিনিটে পুরুষ কেন্দ্রে মোট ভোট ৩ হাজার ১২৮ ভোটের মধ্যে ৭’, গংগারহাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর ১.৩৫ মিনিটে ৩ হাজার ৫৮১ ভোটের মধ্যে ভোট প্রয়োগ হয়েছে ৮শ ২৯টি, বিদ্যাবাগিশ সঃপ্রাঃবিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোট ১ হাজার ৫৭৮ ভোটের মধ্যে ৫’শ ৮৬ ভোট, পানিমাছকুটি সঃপ্রাঃবিদ্যালয় ভোট কেন্দে মোট ভোট ২ হাজার ৮১৩ এর মধ্যে দুপুর ২টা ১২ মিনিটে ভোট পড়েছে ৮’শ এবং ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর ২ টা ২০ মিনিটে ২ হাজার ৮৮৩ ভোটের মধ্যে ভোট প্রয়োগ করা হয়েছে ১ হাজার ১৫০ ভোট।

আরও পড়ুনঃ  লাগামহীন দরে ‘রহস্য’

বালাহাট কেন্দ্রে ভোট দিতে এসে ভোটার সিদ্দিকুর রহমান শাহীন জানান, এবারের মত ভোটের পরিবেশ এত শান্ত , সুশৃঙ্খল ও নিরাপদ ভোট কখনও চোখে পড়েনি। তবে ভোটর উপস্থিতি কিছুটা হলেও কম ছিল।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সিব্বির আহমেদ জানান, সারাদিনই ভোটারেরা শান্তিপূর্ন ভাবে ভোট প্রদান করছেন। ভোটারের উপস্থিতি মোটামুটি ভালো। আইনশৃংখলা বাহীনি সজাগ রয়েছে।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন