শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে ৩৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের ৩৩জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের এর পক্ষে দলের নেতাকর্মীরা প্রতীক গ্রহণ করেছেন। এছাড়াও বাকি ৫টি আসনে আওয়ামী লীগের ৫জন প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মী এবং প্রার্থীরা প্রতীক গ্রহণ করেছেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নোয়াখালী-১ আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান। পর্যায়ক্রমে দুপুর পর্যন্ত ৬টি আসনের ৩৩জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন।

উল্লেখ্য, নোয়াখালীর ৬টি আসনে আওয়ামী লীগ থেকে ৬জন প্রার্থী, স্বতন্ত্র (আ.লীগ) ৪জন প্রার্থী, জাতীয় পার্টির ৫জন প্রার্থী’সহ ৩৩জন প্রতীক গ্রহণ করেছেন।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মহানায়কের স্বপ্নের পথ

সংবাদটি শেয়ার করুন