শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

হালদায় জব্দ সাড়ে ৬ হাজার মিটার ঘেরজাল

হালদায় জব্দ সাড়ে ৬ হাজার মিটার ঘেরজাল

চট্টগ্রামের হাটহাজারীতে দেশের অন্যতম মিঠাপানির প্রাকৃতিক মৎস্যপ্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে পৃথক দুটি অভিযানে মাছ ধরার বড়শি ও সরঞ্জামসহ সাড়ে ৬ হাজার মিটার অবৈধ ঘেরজাল উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। গত রোববার ভোর থেকে হালদানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০টি ঘেরজাল, বড়শি ও মাছ ধরার এসব সরঞ্জাম জব্দ করে  প্রশাসন। 

নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে ছিপাতলী, নাঙ্গলমোড়া হয়ে গুমানমর্দ্দন এলাকাজুড়ে অভিযানটি পরিচালনা করা হয়। এ ছাড়াও দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে মাছ ধরার বড়শি ও সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে নৌ পুলিশ গ্রামপুলিশ অংশ নেয়। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, হালদার বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে ১০টি ঘেরজাল জব্দ করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৫০০ মিটার। গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে ছিপাতলী, নাঙ্গলমোড়া হয়ে গুমানমর্দ্দন এলাকাজুড়ে অভিযানটি পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  টাঙ্গাইলে রঙিন ফুলকপি চাষে সফল কৃষক

সংবাদটি শেয়ার করুন