শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দাম ক্রমেই নামছে তলানিতে

করোনাভাইরাসের কারণে কমছে জ্বালানি তেলের চাহিদা। এর ফলে আন্তর্জাতিক বাজারে কমছে পণ্যটির দাম। দামের পতন রুখতে পণ্যটির উত্তোলন কমাতে সৌদি আরব ও রাশিয়ার মধ্যে চলছে মূল্যযুদ্ধ। এতে আরও বেশি করে প্রভাব পড়ছে দামে।

সম্প্রতি দুই দেশের মধ্যে আলোচনায় বসার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এ কারণে আজ সোমবার তেলের দামে আরও বড় পতন দেখা দিয়েছে। বিবিসি সূত্রে বিষয়টি জানা গেছে।

আজ যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ১০ ভাগেরও বেশি। প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে মাত্র ২৫ ডলারে। অন্যদিকে লন্ডনের ব্রেন্ট তেলের দাম কমেছে ১২ শতাংশ। এ বাজারে প্রতি ব্যারেল তেল ৩০ ডলারে বিক্রি হচ্ছে।

গত এক মাস ধরেই তেলের দাম নিয়ে মূল্যযুদ্ধ চলছে সৌদি আরব ও রাশিয়ার মধ্যে। মহামারী করোনাভাইরাস ঠেকাতে বিশ্বের একটা বড় অংশ লকডাউনে রয়েছে। বেশির ভাগ দেশই উড়োজাহাজ চলাচল বন্ধ রেখেছে। এমন অবস্থায় অপরিশোধিত তেলের জোগান চাহিদার তুলনায় অনেক বেশি হয়ে গেছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম কমছে হু হু করে।

সম্প্রতি প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ২২ দশমিক ৫৮ ডলার। যা ছিল ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন দর। তবে উৎপাদন কমাতে একটা চুক্তিতে যাচ্ছে সৌদি আরব ও রাশিয়া এমন খবরে গত বৃহস্পতিবার বিশ্ববাজারে ২০ শতাংশ পর্যন্ত তেলের দাম বেড়েছিল। প্রতি ব্যারেল ২৬ ডলার হয়। ওই চুক্তি স্থগিত হয়ে যাওয়ার খবরে আজ আবার কমেছে দাম।

আনন্দবাজার/তা.তা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দরদাম

সংবাদটি শেয়ার করুন