শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিডার নির্বাহী চেয়ারম্যান হলেন লোকমান হোসেন

বিডার নির্বাহী চেয়ারম্যান হলেন লোকমান হোসেন

সরকার অবসরোত্তর ছুটি ভোগরত (পিআরএল) সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। গতকাল মঙ্গলবার এ নিয়োগ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬’-এর ধারা-৯ (২) অনুযায়ী পিআরএল ভোগরত সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াকে বিডা’র নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসহ পরবর্তী তিন বছর মেয়াদে লোকমান হোসেন এ নিয়োগ পেয়েছেন। আগামী ৪ সেপ্টেম্বর যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত ১৪ জুন অবসরোত্তর ছুটিতে যান।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আজকের দৈনিক আনন্দবাজার (১০/০৯/২৩)

সংবাদটি শেয়ার করুন