শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ান ব্যাংকের বন্ড অনুমোদন

ওয়ান ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি ৭ বছর মেয়াদি আনসিকিউরিড, নন-কনভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল, ফ্লোটিং রেট, সাবঅর্ডিনেটেড বন্ড।

গতকাল মঙ্গলবার বিএসইসির ৮২৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ওয়ান ব্যাংকের বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১ কোটি টাকা। যা আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেটস ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের মাঝে ইস্যু করা হবে। বন্ডটির ইস্যুর মাধ্যমে ওয়ান ব্যাংকের টায়ার-II মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে।

ওই বন্ডের ট্রাস্টি হিসেবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত করার শর্তারোপ করা হয়।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দর্শকের নজর কাড়ছে জেলের কয়েদীদের তৈরি পণ্য

সংবাদটি শেয়ার করুন