শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা পোর্ট পৌরসভার বাজেট ২০২ কোটি টাকা

মোংলা পোর্ট পৌরসভার বাজেট ২০২ কোটি টাকা

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় ২০২২-২৩ অর্থ-বছরে ২০২ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় হোটেল টাইগার এর কনফারেন্স রুমে মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ. রহমান এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে আয় ধরা হয়েছে ২০২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৪০ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে আয়ের পুরো টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৬ লাখ ১৬ হাজার ৪০ টাকা।

বাজেটে সাধারণ সংস্থাপন, শিক্ষা ও স্বাস্থ্য ও প্রয়প্রনালীসহ ৯টি খাতে ব্যয়ের হিসেব উল্লেখ করেন মেয়র। এসময় ট্যাক্সেস, উন্নয়ন খাত ব্যতিত সরকারি অনুদানসহ ৯ টি খাতে আয় ধরা হয়েছে বলে জানান তিনি। বাজেটে সর্বোচ্চ আয় ধরা হয়েছে ট্যাক্স খাতে ৬ কোটি ৮৭ লাখ টাকা।  এছাড়া রেইটস খাতে ২ কোটি ১৫ লাখ, পানির ট্যারিফ বাবদ ২ কোটি ৪২ লাখ ও অন্যান্য খাত থেকে ১০ কোটি ৮৬ লাখ টাকাসহ বিভিন্ন খাতের আয় থেকে প্রস্তাবিত এ বাজেট পেশ করেন মেয়র শেখ আব্দুর রহমান। এদিকে, প্রস্তাবিত এ বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে সাধারণ সংস্থাপন খাতে ৪ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা। এছাড়া স্বাস্থ্য ও পয়ঃপ্রণালি খাতে ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ ৫০ হাজার টাকাসহ অন্যান্য খাতে বিভিন্ন অংকের ব্যয় উপস্থাপন করা হয়। দলমত নির্বিশেষে তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগীতাও কামনা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভালো নেই টাঙ্গাইলের তাঁতীরা

সংবাদটি শেয়ার করুন