শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ নষ্ট করে তামাক

পরিবেশ নষ্ট করে তামাক
  • মার্টির উর্বরতা কমায় সিগারেটের ফিল্টার

জনসম্মুখে ধূমপানের শাস্তির বিধান জরিমানা আছে। আইনের প্রয়োগ হলে জনসম্মুখে ধূমপান বন্ধ হয়ে যাবে। পরিবেশ রক্ষার জন্য হলেও তামাকের ব্যবহার বন্ধ করতে হবে। তামাক ও সিগারেট ব্যবহারে পরিবেশ নষ্ট হয়। সিগারেটের ফিল্টার মাটির ঊর্বরতা নষ্ট করে। এসব তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

ধূমপান ও তামাকের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে ডা. শারফুদ্দিন আহমেদ বলেছেন, এইতো সময় জীবন বাঁচাবার। অর্থাৎ মানুষের জীবন বাঁচাতে হলে তামাকের ব্যবহার বন্ধ করতে হবে। অনেকে দেখা যায়, মুখে গুল রাখেন। গুলের ব্যবহারে মুখে ক্যান্সার হয়। তামাকের ব্যবহারে হার্ট অ্যাটাক, করোনারি হার্ট ডিসিস, স্ট্রোক হয়। যারা হাসতে জানেন না; তারা হাসতে শুরু করেন এবং স্ট্রেস দূর করলে সব ব্যধি দূর হবে। ঘুমানোর দুই ঘণ্টা আগে রাতের খাওয়া শেষ করতে হবে। ধূমপান ডায়াবেটিসেরও কারণ।

‘তামাকমুক্ত পরিবেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ” শীর্ষক সংবাদ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ উপলক্ষে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

যাদের সন্তান হচ্ছে না তাদের ধূমপান বন্ধ করতে পরামর্শ দিয়েছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গত গত সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মানসের সভাপতি একুশে পদকপ্রাপ্ত ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। এবারের বিশ্ব তামাক মুক্ত দিবসের প্রতিপাদ্য ‘ট্যোবাকো থ্রেট টু আওয়ার ইনভাইরনমেন্ট’।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  হাজার কোটির প্রণোদনাও রপ্তানি বাড়াতে ব্যর্থ

সংবাদটি শেয়ার করুন