শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল শুনানিতে আসবে তিন কোম্পানি

কাল শুনানিতে আসবে তিন কোম্পানি

আমদানিকারকের বিরুদ্ধে মামলা–

সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের অভিযোগে দেশের ভোজ্যতেল আমদানিকারক ৮ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ওই মামলার শুনানিতে চার কোম্পানির অংশ নেওয়ার কথা ছিল। কিন্ত তিন কোম্পানির অংশ নেয়।

শুনানিতে অংশ নেওয়া তিন কোম্পানির কাছে সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। কমিশনের প্রশ্নের জবাব দিতে তিন কোম্পানি আরও সময় চায়। পৃথক ভাবে তিন কোম্পানির সঙ্গে কমিশনের শুনানি হয়। পরে কমিশন শুনানির জন্য নতুন দিন ধার্য করে। শুনানিতে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন ধার্য দিন অনুযায়ী, আগামীকাল ২২ জুন শুনানির জবাব দিতে প্রতিযোগিতা কমিশনে আসবে গ্লোব এডিবল অয়েল লিমিটেড (রয়্যাল শেফ) ও এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম)। ২৭ জুন শুনানির জন্য সময় চেয়েছে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পুষ্টি)। তবে দিন ধার্য থাকলেও শুনানিতে অংশ নেয়নি প্রাইম এডিবল অয়েল লিমিটেড (প্রাইম)। তাই পুনরায় অংশ নিতে কোম্পানিকে নোটিশ পাঠাবে। যদি না আসে তবে পরবর্তী পদক্ষেপ নিবে।

এর আগে ‘ভোজ্যতেলের ব্যবসায় কারসাজি ঠেকাতে প্রতিযোগিতা কমিশনের গঠিত অনুসন্ধান দল কয়েকটি ভোজ্যতেল কোম্পানির গুদাম ও শোধনাগারে অনুসন্ধান চালায়। পরে সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের অভিযোগে আমদানিকারক আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে প্রতিযোগিতা কমিশন।’

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সূত্রে জানা যায়, ৮ কোম্পানির বিরুদ্ধে মামলা হয়। সেই ধারায় গত বুধবার ওই মামলার শুনানিতে ৪ কোম্পানির প্রতিনিধি অংশ নেয়। পৃথক ভাবে ৪ কোম্পানির সঙ্গে কমিশনের শুনানি হয়। গত বুধবার শুনানিতে অংশ নিয়ে সময় চেয়েছিল বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল (বসুন্ধরা), মেঘনা গ্রুপের ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড (ফ্রেশ), সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর) ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (রূপচাঁদা)। দ্বিতীয় ধাপে গত বৃহস্পতিবার বাকি ৪ কোম্পানির শুনানির দিন ছিল। ওই দিন শুনানিতে অংশ নিয়ে ৩ কোম্পানি সময় চায়। ওইদিনে এক কোম্পানি শুনানিতে অংশ নেয়নি।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ৪ হাজার কর্মী ছাঁটাই করবে কোকা-কোলা

সংবাদটি শেয়ার করুন