শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে এমডব্লিউইআরের শোক

আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে এমডব্লিউইআরের শোক

একুশে পদকপ্রাপ্ত, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”-অমর গানের রচয়িতা কিংবদন্তি সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে শিক্ষা ও গবেষণাধর্মী সংগঠন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস-এমডব্লিউইআর।

বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় ৭টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

এমডব্লিউইআরের আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ ও যুগ্ম-আহ্বায়ক এনায়েতুল্লাহ কৌশিক এক শোকবার্তায় বলেন, আবদুল গাফ্ফার চৌধুরী জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একজন সফল ও সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি জীবনের প্রারম্ভে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, পরিবেশ রক্ষাতে আন্দোলন, সংস্কৃতিপ্রেমী ও সফল লেখক। তার মৃত্যুতে পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তা’য়ালা তাকে বেহেস্ত নসিব করুন।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অর্থনীতির খেই হারাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র

সংবাদটি শেয়ার করুন