শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টেলিফোন সেবা দিয়ে শুরু হলো আমিরাত-ইসরায়েল সম্পর্ক

টেলিফোন সেবা চালুর মধ্য দিয়ে শুরু হলো সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক। রবিবার (১৬ আগস্ট) দুপুরে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাযিকে ফোন করেছেন বলে জানিয়েছেন।

এর আগে জেরুজালেম ও দুবাইয়ে অবস্থিত বার্তাসংস্থা এপির দুই সাংবাদিক দুপুর ১ টার দিকে নিজেদের মাঝে ল্যান্ডফোন ও মোবাইলে যোগাযোগ করতে পেরেছেন। ধারণা করা হচ্ছে, এই ফোনকল যোগাযোগই হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলে ঐতিহাসিক চুক্তির প্রথম স্বাক্ষর।

তবে আরব আমিরাত ও ইসরায়েল কর্তৃপক্ষ জানিয়েছে, খুব দ্রুতই লাইনের কাজ শুরু হচ্ছে না।

গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মাঝে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে আমেরিকার মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরিত হয়। তবে চুক্তির শর্ত ছিল, পশ্চিম তীরে ইসরায়েলকে ফিলিস্তিনের জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে।

সংযুক্ত আরব আমিরাত থেকে এর আগে ফোনকোড +৯৭২ ব্যবহার করে ইসরায়েলের সাথে যোগাযোগের সুযোগ ছিলো না। তবে ইন্টারনেট নিষেধাজ্ঞা থাকলেও কেউ কেউ মাঝে মাঝে কল করতে পারতো। তবে তা প্রায়ই বাধাগ্রস্থ হতো।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ২৫ হাজার ছাড়ালো

সংবাদটি শেয়ার করুন