ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পাচারকৃত সম্পদ ফেরাতে জাতিসংঘের সংস্থার সাথে দুদকের বৈঠক

অর্থ পাচার প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের লক্ষ্য় নিয়ে জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত কার্যালয় (ইউএনওডিসি) এর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (১০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভাতে ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো তাইক্সি পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সভা সূত্রে জানা যায়, এতে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়। এছাড়া দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে অর্থ পাচার প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে ইউএনওডিসি’র সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন