মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১৮ ক্যারেট সোনা ও ৩,৬০০ হীরা দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে দামি মাস্ক

ইসরায়েলের এক জুয়েলারি সংস্থা বিশ্বের সবচেয়ে দামি মাস্ক তৈরি করছে। যাতে সোনার পাশাপাশি থাকবে হিরাও। ওই মাস্কের দাম দেড় মিলিয়ন ডলার। মাস্কের নির্মাতা আইজ্যাক লেভি জানান, ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি হচ্ছে এই মাস্ক। এবং ৩৬০০টি সাদাকালো হীরা দিয়ে সাজানো হবে মাস্কটি।
ওয়েইভেল জুয়েলারির মালিক লেভি বলেন, এক ক্রেতা এই মাস্ক তৈরির জন্য দুটো শর্ত দিয়েছেন। এই বছরের শেষের মধ্যে এই মাস্ক তৈরি করতে হবে। এবং এই মাস্ক যেন দুনিয়ার সবচেয়ে মূল্যবান হয়।
জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন চীনা ভদ্রলোক এই মাস্কের ক্রেতা। তবে তার নাম এখনও জানা যায়নি।
লেভি বলেন, অর্থ দুনিয়ার সবকিছু কিনতে পারে না। তবে দুর্মূল্য করোনা মাস্ক কিনতে সাহায্য করে এই অর্থ। যিনি এই মাস্ক কিনবেন সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন।
তিনি আরও বলেন, এই মাস্ক তৈরি করার জন্য আমাদের অনেক কর্মচারীর উপার্জনে সুবিধা হল। এই কঠিন সময়ে এই কাজ না পেলে আমার কর্মচারীরা মুশকিলে পড়ত।
আনন্দবাজার/টি এস পি
Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পাইকগাছায় মাস্ক ব্যবহারে ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ

সংবাদটি শেয়ার করুন