বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় মাস্ক ব্যবহারে ইউএনওর প্রশংসনীয় উদ্যোগ

পাইকগাছায় এক ঔষধ ব্যবসায়ী ও মাস্ক ব্যবহার না করায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মঙ্গলবার বিকালে উপজেলার রাড়–লী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় তিনি এক ফার্মেসী ব্যবসায়ীকে ২ হাজার ও মাস্ক ব্যবহার না করায় ২ ব্যক্তিকে ২শ টাকা জরিমানা করেন। অর্থদন্ড করার পাশাপাশি শীতে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে এলাকাবাসীর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি ঘরের বাহির হলেই মাস্ক ব্যবহার করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে ইউএনও এবিএম খালিদ হোসেন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করার পাশাপাশি প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছেন। এর ফলে এলাকায় মাস্ক ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

করোনা প্রতিরোধে ইউএনও’র এমন উদ্যোগকে সোমবার উপজেলা আইন শৃংখলা ও সাধারণ সভায় সাধুবাদ জানান কমিটির সকল সদস্যবৃন্দ।

আনন্দবাজার/শাহী/ইমদাদ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্কুল শিক্ষককে হত্যা

সংবাদটি শেয়ার করুন