শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চীনকে জবাব দেয়ার সময় এসে গেছে : মার্কিন কংগ্রেসম্যান

এশিয়ায় চীনের এমন আগ্রাসী মনোভাব মোটেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান টেড ইয়োহো। ভারত-চীন সীমান্তে সেনা সংঘর্ষের ঘটনায় দুই দেশের সেনা নিহতের ঘটনার প্রতিবাদে নিজের টুইট অ্যাকাউন্ট থেকে এই মন্তব্য করেন তিনি।

শুক্রবার এক টুইট বার্তায় টেড লিখেন, গোটা বিশ্বই এবার চীনকে বলছে, যথেষ্ট হয়েছে আর আগ্রাসন বরদাস্ত করা হবে না।

প্রভাবশালী এই মার্কিন কংগ্রেসম্যানের অভিযোগ, করোনা মহামারির পরিস্থিতিতে বেসমাল হয়ে পড়েছে গোটা পৃথিবী। এই পরিস্থিতিকেই ব্যবহার করতে চেয়েছে চীন।

তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের কমিউনিস্ট পার্টি সামরিক আগ্রাসন চালানোর জন্য কভিড-১৯ পরিস্থিতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। শান্তিপূর্ণ দেশগুলোকে ভয় দেখানোর জন্য এই পূর্বপরিকল্পিত আগ্রাসন কখনো বরদাস্ত করবে না আমেরিকা।

এর আগে হাউজ অফ রিপ্রেসেনটেটিভের সদস্য ড. অ্যামি বেরাও গলওয়ান উপত্যকায় চীনা সামরিক আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি টুইটারে লিখেছিলেন, ভারতীয় সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে আমি উদ্বিগ্ন। আমি চাই শক্তি প্রদর্শনের পথে না গিয়ে কূটনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে উত্তেজনা প্রশমনের পথে এগোক চীন।

আনদবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  পাকিস্তানে বন্ধ করে দেওয়া হলো এক্স

সংবাদটি শেয়ার করুন