শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে যুক্তরাজ্যে গৃহনিপীড়ন ও হত্যা দ্বিগুন হারে বেড়েছে

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে চলমান লকডাউনে গৃহনিপীড়নের অভিযোগ জানিয়ে ফোনের সংখ্যা বেড়েছে ৪৯ শতাংশ। আশঙ্কাজনক হারে বাড়ছে খুনের ঘটনাও৷

সম্প্রতি দেশটির পার্লামেন্টারি কমিটি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে ভয়াবহ এসব তথ্য উঠে এসেছে৷ ওই প্রতিবেদনে লকডাউনের সময় গৃহনিপীড়ন বন্ধে জরুরি সরকারি ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানানো হয়৷

প্রতিবেদনে জানানো হয়, নির্যাতনের অভিযোগ জানাতে সুপারমার্কেট বা অন্যান্য দোকানে ‘সেফ স্পেস’-এর ব্যবস্থা করা উচিত৷ এছাড়া, গৃহনির্যাতন বিষয়ে টেলিফোন ও অনলাইনে সেবার পরিধি বাড়াতে তহবিল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

এদিকে, ‘কাউন্টিং ডেড উইম্যান প্রজেক্ট’-এর গবেষকরা জানান, যুক্তরাজ্যে লকডাউনের প্রথম তিন সপ্তাহে ১৪ জন নারী ও দুই শিশুকে খুন করা হয়েছে৷

একইভাবে লকডাউনের দ্বিতীয় সপ্তাহে ‘ন্যাশনাল ডমেস্টিক অ্যাবিউস’ হেল্পলাইনে ফোনের সংখ্যা ২৫ শতাংশ বেড়ে গিয়েছিল৷ তৃতীয় সপ্তাহে তা বেড়ে ৪৯ শতাংশে পৌছায়৷

পাশাপাশি অনেক পুরুষও গৃহনিপীড়নের শিকার হওয়ার অভিযোগ জানাতে ফোন করেছেন৷ ফলে লকডাউনের প্রথম সপ্তাহে পুরুষদের অভিযোগের সংখ্যা ৩৫ শতাংশ বেড়েছে৷

এছাড়া, প্রতিবেদনে গৃহনির্যাতন বন্ধে যেসব ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো: সচেতনতা বাড়ানো, প্রতিরোধ ব্যবস্থা, নির্যাতনের শিকার ব্যক্তিকে সমর্থন, তার থাকার ব্যবস্থা করা এবং আইনি সহায়তা দেওয়া৷

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  ঢাকা-বেইজিং সমানে সমান

সংবাদটি শেয়ার করুন