শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আতঙ্কে প্রাসাদ ছেড়ে পালালেন সৌদি বাদশাহ-যুবরাজ

নভেল করোনাভাইরাসের ভয়ে রাজপ্রাসাদ ছেড়ে পালালেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রাজপ্রাসাদ ছেড়ে জেদ্দায় নতুন ভবনে চলে গেছেন তিনি। বর্তমানে তিনি অবস্থান করছেন লোহিত সাগর উপকূলীয় শহরটির কাছে একটি আইল্যান্ড প্যালেসে।

এছাড়া জানা যায়, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানও জেদ্দার এক প্রত্যন্ত এলাকায় চলে গেছেন। সেখানে তিনি ‘নিওম’ নামে একটি ভবিষ্যত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন।

সৌদি রাজপরিবারে ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রাজপরিবারের শীর্ষ সদস্য রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদও রয়েছেন। তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

করোনার প্রকোপ থেকে রক্ষা পেতে সৌদির বিভিন্ন শহরে ইতিমধ্যে কারফিউ ঘোষণা করা হয়েছে।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  গাজায় সাড়ে ৯ হাজারের বেশি শিশু নিহত

সংবাদটি শেয়ার করুন