শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় সাড়ে ৯ হাজারের বেশি শিশু নিহত

গাজায় সাড়ে ৯ হাজারের বেশি শিশু নিহত

ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৯ জন।

সোমবার (৮ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২ হাজার ৮৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে সাড়ে নয় হাজারের বেশি শিশু। অন্যদিকে চলমান যুদ্ধে এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়াও কাতার থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেছেন, গাজায় মানবিক সহায়তা বাড়াতে তিনি কাজ করবেন।

এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার আল আকসা হাসপাতালের ৬০০ রোগী এবং স্বাস্থ্যকর্মীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে তা কেউ জানে না।

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সংঘাতের মধ্যেই নিজ দেশে জনপ্রিয়তা হারাতে শুরু করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের এক জরিপে জানানো হয়েছে, ৬৪ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন যে, গাজার সংঘাতে নেতানিয়াহু তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি।

সূত্র: আল-জাজিরা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ব্যাপক হারে পরীক্ষা হলে ভারত ও চীনে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে: ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন