শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভৈরব নদে নৌকাবাইচ দেখতে লাখো মানুষ

ভৈরব নদে নৌকাবাইচ দেখতে লাখো মানুষ

যশোরের অভয়নগরে নওয়াপাড়ার বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ভৈরব নদে ১১তম এ নৌকাবাইচ প্রতিযোগিতা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ দেখতে দুপুর থেকে শুরু করে বিকাল পর্যন্ত ভৈরব নদের দু’কূলে লাখো মানুষের সমাগম ঘটে।

নৌকাবাইচ প্রতিযোগিতায় মোট সাতটি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গার “সোনার বাংলা”  প্রথম স্থান, খুলনা জেলার তেরখাদার “ভাই ভাই জলপরী”  দ্বিতীয় স্থান ও টুঙ্গীপাড়ার “জয় মা দূর্গা” তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে ফেরিঘাট চত্বরে নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, যশোরের ডিসি মো. তমিজুল ইসলাম খান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামীম হাসান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নৌকাবাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জীবনযুদ্ধে হার না মানা প্রতিবন্ধী সাইফুল

সংবাদটি শেয়ার করুন