রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভর্তি কার্যক্রম স্থগিত চার কলেজের

প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির জন্য ঢাকার চারটি কলেজে নিজস্ব প্রক্রিয়ায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে। নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরি চারটি কলেজ।

বুধবার ঢাকা শিক্ষা বোর্ড এই স্থগিতের কথা জানিয়ে আদেশ জারি করেছে।

ঢাকার নামকরা চারটি কলেজ নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চালিয়ে আসছিল এতদিন। কিন্তু করোনা ভাইরাসের কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে সেই সুযোগ পাচ্ছে না কলেজগুলো। আগামী ২০ জুনের মধ্যে এই চারটি কলেজকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শেষ করে বোর্ডকে জানাতে বলেছি ঢাকা শিক্ষা বোর্ড।

সারাদেশের সরকারি-বেসরকারি কলেজগুলো বেশ কয়েক বছর ধরেই মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে একাদশে শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছে। তবে ব্যতিক্রম ছিল ঢাকার এই চারটি কলেজ। ভর্তি পরীক্ষা নিয়েই শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল তারা।

কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে এই চারটি কলেজকে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির অনুমতি দেয়া হবে বলে জানা যায়।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ইবিতে ছাত্রলীগের ৮ কর্মী বহিষ্কার

সংবাদটি শেয়ার করুন