ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জাবিতে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের নিরাপদ কন্ঠস্বরের ব্যবহার ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীদের নিরাপদ কন্ঠস্বরের ব্যবহার ও চিকিৎসা এবং শ্রবণজনিত সমস্যা সনাক্তকরণ বিষয়ক বিশেষ সেমিনার ও ফ্রি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৫ সেপ্টেম্বর) সোসাইটি অব স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জহির রায়হান মিলনায়তনের অডিরিয়াম রুমে জেইউএসসি’র সাবেক সহভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং জাবি’র মাস্টার্সের শিক্ষার্থী ইখতিয়ার মাহমুদের উপস্থাপনায় সকাল ১১টায় সেমিনারের মাধ্যমে ক্যাম্পটি শুরু হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রোটারর‍্যাক্ট ক্লাব’র সাবেক সহভাপতি ইখতিয়ার মাহমুদ বক্তব্যে বলেন, গণ আন্দোলনে শিক্ষার্থীরা বিজয় নিয়ে এসেছেন। আন্দোলনের ধকল কাটিয়ে ওঠতে এখন তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। তাই এই কণ্ঠস্বর সুরক্ষা ও স্বাস্থ্যবিধি বিষয়ক ক্যাম্পের আয়োজন। তিনি তরুণ শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সোসাইটি অব স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট’র কার্যনির্বাহী সদস্য মো: মনির হোসেন বক্তব্য বলেন,’ জাতির প্রয়োজনে তরুণ শিক্ষার্থীরা এগিয়ে এসেছে।তাই কর্তব্যবোধের জায়গা থেকে তাদের জন্য এই ক্যাম্পের আয়োজন।এছাড়াও তিনি শিক্ষার্থীদের কণ্ঠস্বর সুরক্ষা ও স্বাস্থ্যবিধি বিষয়ক পরামর্শ দেন এবং এ সেক্টরে।ক্যারিয়ার গড়ার সম্ভাবনা দিক আলোকপাত করেন।

বিএইচপিআই’র সহকারী অধ্যাপক সানজিদা সুবহানা বলেন, ‘তরুণ প্রজন্মে দেশের সম্পদ। তারা দেশের জন্য দ্বিতীয় বার স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছেন।এই সম্পদকে পরিচর্যাও প্রয়োজন। আন্দোলনে তাদের কণ্ঠস্বরও স্বাস্থ্যের ক্ষতি হয়েছে, তা পুষিয়ে ওঠতে না পারলে অনেক স্বপ্ন অকালে ঝরে যাবে।এছাড়াও তিনি কণ্ঠস্বর সুরক্ষা ও স্বাস্থ্যবিধি বিষয়ক নানা পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট’র সভাপতি ফিদা আল সামস কণ্ঠস্বর সুরক্ষা ও স্বাস্থ্যবিধি বিষয়ক সেশন পরিচালনা করেন। সেই সেশনে তিনি তাদের কার্যক্রম ও সফলতা তুলে ধরেন।এছাড়াও শিক্ষার্থীরা কিভাবে কণ্ঠস্বর সুরক্ষা ও স্বাস্থ্যের কিভাবে যত্ম নিতে পারে তাও প্রজেক্টেরের মাধ্যমে উপস্থাপন করেন।

এছাড়াও বক্তব্য রাখেন স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট উম্ম তাসনিম তাজ। উক্ত অনুষ্ঠানে ২০০জনের মতো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।সেমিনার শেষে ফ্রি ক্যাম্পে শিক্ষার্থীরা কণ্ঠস্বর সুরক্ষা ও স্বাস্থ্যবিধি বিষয়ক চিকিৎসা ও পরামর্শ নেন।

সংবাদটি শেয়ার করুন