বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগের চাপে প্রধান শিক্ষকের ‘হার্ট অ্যাটাক’, হাসপাতালে ভর্তি

পদত্যাগের ক্রমাগত চাপে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিশোরগঞ্জ শহরের আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক। আজ বুধবার বিকেল ৩টার দিকে তিনি ‘হৃদরোগে আক্রান্ত’ হলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ধারণা করছি পদত্যাগ জনিত চাপের কারণে তার হার্ট অ্যাটাক হয়েছে।’

তিনি আরও জানান, জুলাই মাসে শিক্ষার্থীদের একটি বিরোধ মীমাংসা সংক্রান্ত বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষিকা লুৎফুন্নেছা চিনুর ওপর কিছু শিক্ষার্থী ক্ষিপ্ত ছিল। বর্তমান পরিবেশ-পরিস্থিতির সুযোগে গতকাল মঙ্গলবার তাকে পদত্যাগে বাধ্য করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের ওপর চড়াও হয়ে তারও পদত্যাগ দাবি করে। এর পরিপ্রেক্ষিতেই প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, প্রধান শিক্ষককে এখন ক্যাবিনে রাখা হয়েছে। আপাতত তিনি আশঙ্কামুক্ত বলেই মনে হচ্ছে। তবে আরও পরীক্ষা-নিরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে, উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হবে কি না।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঢাবির প্রগতিশীল ছাত্র জোটের মিছিলে পুলিশের হামলা

সংবাদটি শেয়ার করুন