শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ ও দ্রুত রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা

যুক্তরাজ্য থেকে নিরাপদ ও দ্রুত টাকা আদান-প্রদানে বাংলাদেশে যাত্রা শুরু করল শিফট ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। পদ্মা ব্যাংক লিমিটেডের হাত ধরে শুরু হয়েছে এই আর্থিক পরিসেবার কার্যক্রম। আর এই সেবার মাধ্যমে কম খরচে দ্রুত রেমিট্যান্স লেনদেন করতে পারবে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা। রবিবার ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাপী ৯০ টিরও বেশি দেশে প্রায় দেড় লাখেরও বেশি লোকেশনে অর্থ স্থানান্তর করে শিফট। বাংলাদেশে এতোদিন অভিষেকের অপেক্ষায় ছিল যুক্তরাজ্যর তিন নম্বর টাকা লেনদেনের এই পরিসেবাটি। এখন যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের টাকা আনা ও নেয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা পোহাতে হবে না।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু বলেন, দেশের রেমিট্যান্স আদান-প্রদানে নতুন বিপ্লব ঘটাবে পদ্মা ব্যাংক লিমিটেড। প্রবাসী বাংলাদেশিদের টাকা স্বজনদের কাছে নিরাপদে ও দ্রুত বুঝিয়ে দেয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়েছে পদ্মা ব্যাংক।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  এবার ব্যাংক বন্ড ও ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবে ইচ্ছেমতো

সংবাদটি শেয়ার করুন