শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ব্যাংক বন্ড ও ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবে ইচ্ছেমতো

এবার ব্যাংক বন্ড ও ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবে ইচ্ছেমতো

পুঁজিবাজারে বন্ড ও ডিবেঞ্চারে ইচ্ছেমতো বিনিয়োগ করতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড এবং মিউচ্যুয়াল ফান্ড ইউনিটে ব্যাংকগুলোকে এতদিনে বিনিয়োগ করতে এক্সপোজার লিমিট মানতে হতো। এখন থেকে বন্ড, ডিবেঞ্চার এবং ইসলামিক শরিয়াহভিত্তিক বন্ড বা সুকুকে বিনিয়োগের ক্ষেত্রে কোনো সীমা থাকবে না।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, আগের নির্দেশনায় সকল প্রকার শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচ্যুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য পণ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ এক্সপোজার লিমিটের মধ্যে ছিল।

এখন থেকে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬(ক) ধারায় ২০২৩ সালের সংশোধনী অনুসারে, ব্যাংকের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বন্ড, ডিবেঞ্চার ও ইসলামিক শরিয়াহভিত্তিক বন্ড বা সুকুক নির্ধারিত বিনিয়োগসীমার (এক্সপোজার লিমিট) অন্তর্ভুক্ত হবে না।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কালীগঞ্জে ইসলামী ব্যাংক উপশাখার উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন