শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

কমতে শুরু করছে বিশ্বের করোনায় মৃত্যুর হার।  এখন পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন সাড়ে আট লাখের বেশি মানুষ। আস্তে আস্তে কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা ।

যুক্তরাষ্ট্রে গত কয়েকদিনের তুলনায় কমেছে মৃত্যু। একদিনে দেশটিতে মারা গেছেন ১১শ ৫৭ জন। যা গত এক সপ্তাহে সর্বনিম্ন। মার্চের পর সবচেয়ে কম মৃত্যু রেকর্ড করা হয়েছে নিউইয়র্কে, একদিনে প্রাণহানি হয়েছে ৩৬৭ জনের।

করোনায় প্রাণহানিতে দ্বিতীয় অবস্থানে থাকা ইতালি। তবে আগের তুলনায় মৃত্যু হার কমে যাওয়ায় আগামী ৪ঠা মে থেকে লকডাউন শিথিল করতে যাচ্ছে দেশটি। গত ঘণ্টায় মারা গেছেন ২৮৮ জন, যা মার্চের পর সর্বনিম্ন।

স্পেনে ২৪ ঘন্টায় মারা গেছে ২৮৮ জন। যা একমাসের মধ্যে সর্বনিম্ন। এ পরিস্থিতিতে দেশটির কিছু বিধি নিষেধ শিথিল করা হয়েছে। তবে পুরোপুরি লকডাউন তুলে নেয়া হতে পারে মে মাসের শেষের দিকে।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ৪১৩জন। আগের দিনের থেকে এ সংখ্যা প্রায় অর্ধেক।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত ২৯ লাখ ৯৪ হাজারের বেশি। সুস্থ হয়েছেন আট লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  দোকান খোলার প্রথম দিনেই ৪০ কোটি টাকার মদ বিক্রি!

সংবাদটি শেয়ার করুন