সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দোকান খোলার প্রথম দিনেই ৪০ কোটি টাকার মদ বিক্রি!

মহামারি করোনা ভাইরাসের ছোবলে পুরো ভারত জুড়ে চলছে লকডাউন। তবে এরইমধ্যে পশ্চিমবঙ্গে সোমবার (৫ মে) চালু করা হয়েছে মদের দোকান। মদ ব্যবসায়ীরা জানান, চালুর প্রথম দিনেই রাজ্যে ৪০ কোটি টাকার মদের বিক্রি হয়েছে।

টানা ৪২ দিন লকডাউনের পর, সোমবার থেকে কনটেনমেন্ট জোন ছাড়া সমস্ত লাল, কমলা এবং সবুজ জোনে বন্ধ দোকানগুলো চালু করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। হোটেল মালিকদের সংগঠনের পক্ষে সহকারী সচিব সুস্মিতা মুখোপাধ্যায় জানান, ‘গতকাল রাজ্যে ৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। মঙ্গলবার থেকেই রাজ্যের লাল, কমলা ও সবুজ জোনের ৭০ শতাংশ মদের দোকান খুলে দেওয়া হয়েছে’।

এছাড়া, বাকি ৩০ শতাংশ মদের দোকান কন্টেনমেন্ট জোনে রয়েছে বলে মঙ্গলবার জানান তিনি। সুস্মিতা মুখোপাধ্যায় জানান, ‘বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানগুলো খোলা রাখলে এই বিক্রি আরও বাড়বে’।

এদিকে, মদের দোকানগুলি খোলার সময়সীমা বদল করা হয়েছে। মঙ্গলবার থেকে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মদের দোকানগুলি খোলা থাকবে। তিনি আরও জানান, মঙ্গলবার থেকে মদের দোকানগুলি খোলা রাখার সময়সীমার কারণে আরও বিক্রি বাড়বে।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  নাইজেরিয়ায় বন্যায় ৬ শতাধিক প্রাণহানি

সংবাদটি শেয়ার করুন