শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে কর্টানা অ্যাপ

আগামী জানুয়ারি থেকে কর্টানা অ্যাপটি আর প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরে পাওয়া যাবে না। কারণ মাইক্রোসফট তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ কর্টানা বন্ধ করে দিচ্ছে।

শুক্রবার যুক্তরাজ্যের সাপোর্ট পেইজে মাইক্রোসফট জানায়, ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে আরও সহায়ক করে তুলতে মাইক্রোসফট ৩৬৫ প্রোডাক্টিভিটি অ্যাপগুলোতে কর্টানা অন্তর্ভুক্ত করা হবে।

কর্টানার মাধ্যমে তৈরি করা কনটেন্ট যেমন রিমাইন্ডার বা লিস্ট কর্টানা অ্যাপে ও মাইক্রোসফট লঞ্চারে আর চলবে না। তবে উইন্ডোজের মাধ্যমে কর্টানা ব্যবহার করা যাবে।

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ম্যাক্সিকো, চীন স্পেন, কানাডা ও ভারতে ৩১ জানুয়ারির পর কর্টানা অ্যাপ আর কাজ করবে না।

অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের জন্য কর্টানা চালু করা হয় ২০১৫ সালের ডিসেম্বরে। পরে অ্যাপটি রিডিজাইন করা হলেও মার্কেটে থাকা ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যেমন অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট ও সিরির সঙ্গে প্রতিযোগিতা করতে পারেনি কর্টানা। চলতি বছরের প্রথম দিকে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা বলেন, অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্টের প্রতিদ্বন্দ্বী নয় কর্টানা।

 

 

আনন্দবাজার/ইউএসএস

আরও পড়ুনঃ  হ্যাশট্যাগের আড়ালে লুকিয়ে আছে বিপদ

সংবাদটি শেয়ার করুন