বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীর ৭৫ শতাংশ মোবাইল টাওয়ার এখনো অচল: বিটিআরসি

ফেনীর ৭৫ শতাংশ মোবাইল টাওয়ার এখনো অচল বিটিআরসি

বন্যাকবলিত ফেনী জেলার ৭৫ শতাংশের বেশি মোবাইল ফোনের টাওয়ার সোমবার বিকেল ৫টা পর্যন্ত সময়ে অচল অবস্থায় আছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে, বন্যাকবলিত ১১টি জেলায় প্রায় সাত শতাংশ মোবাইল টাওয়ার এখন অচল।

সোমবার (২৬ আগস্ট) বিটিআরসি জানায়, ১৪ হাজার ৫৫১টি টাওয়ারের মধ্যে এক হাজার আটটি বর্তমানে অচল, যেগুলোর অবস্থান বন্যাকবলিত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজারে।

সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মোবাইল টাওয়ারগুলোর কার্যক্রম পুনরায় শুরু করার চেষ্টা চলছে উল্লেখ করে বিটিআরসি জানিয়েছে, নেটওয়ার্ক পুনরুদ্ধার কাজ ত্বরান্বিত করতে মোবাইল অপারেটর রবি এবং টাওয়ার অপারেটর সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে ফেনীর ফুলগাজী উপজেলায় দুটি স্পিডবোট পাঠানো হয়েছে। এ ছাড়াও নেটওয়ার্ক সেবা দ্রুত পুনরুদ্ধারের লক্ষ্যে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি এবং টাওয়ার অপারেটর সামিট ও ইডটকোর সঙ্গে আরও দুটি স্পিডবোট পাঠানো হয়েছে সোনাগাজী উপজেলাতেও।

এদিকে ছাগলনাইয়া উপজেলার জন্যও গ্রামীণফোন, সামিট ও ইডটকোর সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক পুনরুদ্ধার কার্যক্রমে দুটি স্পিডবোট বরাদ্দ দেওয়া হয়েছে। ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য মোবাইল অপারেটর বাংলালিংককে গাড়ি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিটিআরসি।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অবৈধ হ্যান্ডসেট বন্ধে ৩০ কোটি টাকায় প্রযুক্তি কিনছে বিটিআরসি

সংবাদটি শেয়ার করুন