শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আজ রাত থেকে মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে

আজ রাত থেকে মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে

মোবাইল অপারেটরদের তরঙ্গ পুনর্বিন্যাসের জন্য আজ বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের জন্য নতুন করে ২৭ দশমিক চার মেগাহার্টজ তরঙ্গ দেয়া হয়েছে। তাদের আগের তরঙ্গের সাথে এই তরঙ্গ দুই ধাপে একত্রীকরণ করা হচ্ছে। যার কারণে সব মোবাইল অপারেটরদের তরঙ্গ পরিবর্তন হবে।

এ কারণে প্রথম ধাপে আজ রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে আগামী ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।

এর আগে গত ৮ মার্চ নিলামের মাধ্যমে এক হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজসহ সর্বমোট ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ টেলিসেবা প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে বরাদ্দ দেয়া হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  আলেশা মার্টের গ্রাহকদের টাকা ফেরত দেয়া শুরু

সংবাদটি শেয়ার করুন