শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বছরের শেষ চমক ব্যানানা ফোন

বছরের শেষ সময়ে এসে অদ্ভুত ডিজাইনের ফোন এনে সবাইকে চমকে দিয়েছে ব্যানানা ফোন নামের একটি স্টার্টআপ।

নামের সঙ্গে ফোন শব্দটি থাকলেও ডিভাইসটি আসলে কোনো ফোন নয়। আসলে এটি হচ্ছে ব্লুটুথ সম্বলিত ওয়্যারলেস মোবাইল হেন্ডসেট। যার ব্লুটুথ রেঞ্জ প্রায় ৩০ ফিট। ফোনের সঙ্গে কানেক্ট করে এতে কল রিসিভ করা যায়, কল দেওয়াও যায়। ইচ্ছে হলে গানও শোনা যাবে। শুধু এটি দেখতে অনেকটা ব্যানানার মতো।

আইওএস ও অ্যান্ড্রয়েড দুই ধরণের প্ল্যাটফর্মেই ডিভাইসটি কানেক্ট করা যাবে। এজন্য এতে সিরি ও গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট দুটাই চলবে। ব্যানানা চার্জ করতে মাইক্রো ইউএসবি ক্যাবল প্রয়োজন হবে। একবার সম্পূর্ণ চার্জ করলে ২০ ঘণ্টা অনায়াসেই কথা বলা যাবে। এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই ফোনে। বর্তমান বাজারে এর দাম ধরা হয়েছে ৪০ ডলার (৩ হাজার ৩৬০ টাকা)।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  খরচ ছাড়াই বছরের পর বছর জ্বলবে 'বোতল বাতি'

সংবাদটি শেয়ার করুন