হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার। ফোনের একাধিক নোটিফিকেশনের ভীরে মাঝে মধ্যে প্রয়োজনীয় মেসেজটাই খেয়াল করা হয় না। কিন্তু এবার সেই জ্বালা থেকে মুক্তি দিল হোয়াটসঅ্যাপ। গ্রুপের প্রয়োজনীয়তা অনুসারে নোটিফিকেশন অন করে রাখতে পারবেন। এমনকি অপ্রয়োজনীয় গ্রুপ হলে সারাজীবনের জন্য মিউট করেও রাখতে পারবেন নতুন ফিচারে।
নতুন ফিচারের বিষয়টি টুইট করে নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মিউট অপশনের স্ক্রিনশট পোস্ট করে সংস্থাটি লিখেছে, এবার যে কোনো চ্যাট অনির্দিষ্ট সময়ের জন্য মিউট করা যাবে।
জানা গেছে, আগের ৮ ঘণ্টা, এক সপ্তাহের পাশাপাশি এবার চ্যাট মিউট করতে Mute Always অপশন আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। এরইমধ্যেই এই খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মিউট ফরএভার অপশন পেয়ে টুইটে অনেকেই জানিয়েছেন থ্যাঙ্ক ইউ ফরএভার।
সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে জানা যায়, আগামী দিনে ইন অ্যাপ পারচেজেস এবং হোস্টিং সার্ভিস শুরু করতে চলেছে হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ। সেই সূত্রেই বেশ কয়েকটি নতুন পরিবর্তন আসবে হোয়াটসঅ্যাপে। সেই সাথে বেশ কিছু আপডেটও করা হবে। যার পর থেকে এই অ্যাপে প্রোডাক্ট সেলও করা যাবে। Facebook Shop-এর মাধ্যমে বিভিন্ন বিজনেস ফিচারও আসবে এই চ্যাটিং অ্যাপে।
আনন্দবাজার/এইচ এস কে