রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ালো ফেসবুক

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এবার এগিয়ে এলো ফেসবুক। অর্থনৈতিক সংকট মোকাবেলায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ। সাহায্য হিসেবে নগদ অর্থ এবং অ্যাড ক্রেডিট (বিজ্ঞাপনের জন্য অর্থ) হিসেবে এই পরিমাণ অর্থ সাহায্য দেবে প্রতিষ্ঠানটি।

ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শার্ল সান্দবার্গের এমনই একটি পোস্ট করেন বলে জানা যায় ফোর্বস প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়, ৩০ হাজার ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানকে এই সহায়তা দেবে ফেসবুক। অধিকাংশ ক্ষেত্রে নগদ অর্থের মাধ্যমেই এ সহায়তা দেওয়া হবে। এব্যাপারে কীভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত জানাবে ফেসবুক।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  হৃদযন্ত্র কেমন আছে জানাবে অ্যাপ

সংবাদটি শেয়ার করুন