শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ভাইরাসের প্রভাব আইফোনে

আইফোনের সরবরাহে প্রভাব পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের। এ কারণে অ্যাপল জানিয়েছে প্রতিষ্ঠানের আয় প্রত্যাশা মতো নাও হতে পারে। প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে আইফোনের সরবরাহ সাময়িকভাবে বাধাগ্রস্ত হবে কারণ উৎপাদন এবং বিক্রিতে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে অ্যাপল ঘোষণা দিয়েছে করোনা ভাইরাস প্রতিষ্ঠানের আর্থিক আয়ে প্রভাব ফেলবে।

প্রতিষ্ঠানটি চলমান প্রান্তিকে রেকর্ড ছয় হাজার সাতশ কোটি মার্কিন ডলার আয়ের ধারণা দিয়েছিলো। তখন এতে করোনা ভাইরাসের প্রভাবের কথা বলা হয়নি।  অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, মার্চ প্রান্তিকের জন্য আমরা আয়ের যে ধারণা দিয়েছি তা হয়তো পূরণ হবে না। প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগবে সাধারণ অবস্থায় ফিরতে। চীনে অ্যাপলের বেশিরভাগ বিক্রয় কেন্দ্র বন্ধ রয়েছে বা কম সময় খোলা রাখা হচ্ছে। ফলে পণ্য বিক্রি কম হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কারখানাগুলো হুবেই প্রদেশের বাইরে থাকায় এগুলো আবার চালু করা হয়েছে। কিন্তু প্রত্যাশার চেয়ে উৎপাদনের গতি কম।

বিশ্লেষকদের ধারণা, করোনা ভাইরাসের কারণে চীনে প্রথম প্রান্তিকে স্মার্টফোনের চাহিদা অর্ধেকে নামবে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  হাতের মুঠোয় দিনবদল

সংবাদটি শেয়ার করুন