শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে উৎপাদিত ল্যাপটপ যাচ্ছে নেপাল-নাইজেরিয়ায়

প্রযুক্তিপণ্য তৈরিতে ক্রমেই দক্ষ হচ্ছে বাংলাদেশ। বর্তমানে দেশে উৎপাদিত ল্যাপটপ রপ্তানি হচ্ছে নেপাল ও নাইজেরিয়ায়। শিগগিরই এই তালিকায় যুক্ত হবে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য।

দেশীয় উদ্যোক্তারা বলছেন, কর অব্যাহতিসহ নানা সুযোগ সুবিধা দেয়ার কারণেই প্রযুক্তিপণ্য উৎপাদনে এগিয়ে আসছে অনেক প্রতিষ্ঠান। তবে, বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে মানের ক্ষেত্রে কোন ছাড় না দেয়ার পরামর্শ ক্রেতাদের।

বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯ কোটি। সরকারের পরিকল্পনা, ২০২০ সালের মধ্যে দেশের সব অঞ্চলে পৌঁছে যাবে উচ্চ গতির ইন্টারনেট। ফলে ইন্টারনেট ব্যবহারকারী বৃদ্ধির সঙ্গে চাহিদা বাড়ছে স্মার্টফোন অথবা ল্যাপটপ কিংবা কম্পিউটারের।

আরও পড়ুনঃ  প্রযুক্তির কারণে বিলুপ্ত হতে পারে যেসব পেশা

সংবাদটি শেয়ার করুন