মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তিন মাসে ইউটিউবের আয় হয়েছে ৫০০ কোটি ডলার

প্রথমবারের মতো ইউটিউবের আয় প্রকাশ করেছে গুগল।তবে এর আগে কখনোই ইউটিউবের আয় প্রকাশ করেনি গুগল।কিন্তু এবার ২০১৯ সালের তিন মাসের আয় প্রকাশ করেছে তারা।

গুগল জানায় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে ইউটিউব ৫০০ কোটি ডলার আয় করেছে । গুগলের মালিকানায় ইউটিউবের ১৫ বছর চলছে। কিন্তু এবারই প্রথম আয় সম্পর্কে জানালো গুগল।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর শুধু ইউটিউব থেকেই গুগলের আয় হয়েছে দেড় হাজার কোটি মার্কিন ডলার। যা গুগলের মোট বার্ষিক আয়ে ১০ শতাংশ। এসব আয় হয়েছে ইউটিউবে দেখানো বিভিন্ন বিজ্ঞাপন থেকে।

অবশ্য বিজ্ঞাপন ছাড়াও ইউটিউবের এখন আয়ের পথ হচ্ছে এর পেইড গ্রাহক। বর্তমানে মাধ্যমটিতে পেইড গ্রাহক সেবা নেয় দুই কোটি মানুষ। তারা মূলত কোনো বিজ্ঞাপন দেখতে চায় না বলেই ইউটিউবের প্রিমিয়াম সেবাটি কেনে।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শুরু হচ্ছে মুজিববর্ষে ১৪শ' আইটি উদ্যোক্তা তৈরির কর্মসূচি

সংবাদটি শেয়ার করুন