ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রযুক্তির কারণে বিলুপ্ত হতে পারে যেসব পেশা

কিছু কিছু পেশায় আর প্রয়োজন হবে না মানুষের! কী অবাক হচ্ছেন? শুনতে বিষ্ময়কর এবং অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন  গবেষক এবং লেখক জন পুগলিয়ানো।

বিবিসি মুণ্ডু ও বিবিসি স্প্যানিশ সার্ভিসকে তিনি বলেন, চিকিত্সক ও আইনজীবীরা কখনোই হারিয়ে যাবেন না। কিন্তু শ্রম খাতের একটি বড়ো অংশই আর থাকবে না মানুষের হাতে।

পুগলিয়ানোর মতে প্রযুক্তির কারণে বিলুপ্ত হতে পারে যে সাতটি পেশা,

১। চিকিত্সক : চিকিৎসা খাতে কিছু জায়গায় লোকবল হুমকির মুখে পড়বে প্রযুক্তির কারণে। কারণ রোগ চিহ্নিত করণে সামনের দিনগুলোতে প্রযুক্তির দাপট বেড়ে যাবে বহুগুণে।

২। আইনজীবী : ডকুমেন্ট প্রসেসিং কিংবা নিয়মিত কাজের জন্য ভবিষ্যতে দরকার হবে খুব কম আইনজীবী বা সলিসিটরের। বিশেষজ্ঞ জ্ঞানের খুব একটা দরকার হবে না কম্পিউটার সফটওয়্যারের কারণে।

৩। স্থপতি : ভবনের নকশা তৈরির কাজে এখন সফটওয়্যার নিজেই সক্ষম হয়ে উঠেছে। ভবিষ্যতে এটি আরও জোরদার হবে নিঃসন্দেহে।

৪। হিসাবরক্ষক : ট্যাক্সের জটিল সব হিসাব নিকাশের জন্য আর হিসাবরক্ষকের দরকার হবে না। কারণ কাজগুলো করে দেবে কম্পিউটার।

৫। যুদ্ধবিমানের পাইলট : ঝুঁকিপূর্ণ সামরিক লড়াইয়ে পাইলটবিহীন বিমানের ব্যবহার এখন সাধারণ ব্যাপার। যুদ্ধবিমানের ক্ষেত্রে সামনের দিনগুলোতে হয়ত আর মানব পাইলটের দরকারই হবে না।

৬। পুলিশ ও গোয়েন্দা : নজরদারি বা তদন্তের জন্য পুলিশ সদস্যের বদলে জায়গা করে নিতে শুরু করেছে আধুনিক প্রযুক্তি। যদিও পুলিশ বা গোয়েন্দা একেবারেই বিলুপ্ত হবে না, তবে তাদের চাহিদা দিন দিন কমতেই থাকবে।

৭। রিয়েল এস্টেট এজেন্ট : খুচরা বিক্রেতাদের ক্ষেত্রে এখনি বড়ো ভূমিকা পালন করছে ওয়েবসাইট। এর মাধ্যমেই এখন সংযুক্ত হচ্ছেন ক্রেতা ও বিক্রেতা। ভবন বা ফ্ল্যাট ক্রয়-বিক্রয়ে এজেন্ট এখন আর খুব কার্যকর কিছু নয়।

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন