বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো গুগল। আইফোনে নিরাপদে গুগল অ্যাকাউন্টে লগ ইন করার জন্য বিশেষ সুবিধা এনেছে গুগল।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য আর আলাদা সিকিউরিটি কি নিয়ে ঘুরতে হবে না আইফোন ব্যবহারকারীদের। তারা লগ ইন করতে পারবে আইফোনে এসএমএসে পাওয়া কোড দিয়েই। এতোদিন শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পেত। কিন্তু এখন গুগল স্মার্ট লক অ্যাপটি আপডেট করেছে। তাই এখন থেকে এই সুবিধা পাবেন আইফোন ব্যবহারকারীরাও।

কিন্তু ব্যবহারকারী যতবারই গুগল অ্যাকাউন্টে ঢুকতে চাইবেন ততবারই তাকে অ্যাপটি চালু করতে হবে। ক্রোম ব্রাউজার দিয়ে লগ ইন করতে হবে যদি ব্যবহারকারী আইফোনকে সিকিউরিটি কি হিসেবে ব্যবহার করতে চান।

আরও পড়ুন: গুগলের ম্যাপসের নতুন ফিচার ‘স্পিডোমিটার’  

এছাড়াও চালু রাখতে হবে আইএসও ডিভাইস ও কম্পিউটারে ব্লুটুথ। আইফোনে সিকিউরিটি কোড পেতে চাইলে প্রথমে গুগল অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে। গুগল ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে এই সুবিধা পাওয়া যাবে না।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহৃত হয় অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে। সেক্ষেত্রে ব্যবহারকারীরা ফোনে এসএমএসের মাধ্যমে গোপন কোড পেয়ে থাকেন। ডেক্সটপ থেকে অ্যাকাউন্টে লগ ইন করতেও এই কোড দিতে হয়। যার ফলে অ্যাকাউন্টে অবৈধ অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কম দামের আইফোন আসছে বাজারে

সংবাদটি শেয়ার করুন