রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তীরে এসে তরী ডুবলো বাংলাদেশি মেয়েদের

তীরে এসে তরী ডুবলো বাংলাদেশি মেয়েদের

শ্রীলঙ্কার কাছে হেরে বার্মিংহামের টিকেট কাটা হলো না বাংলাদেশের মেয়েদের। কমনওয়েলথ গেমস বাছাইপর্বে টিম টাইগ্রেসকে ২২ রানে হারিয়েছে শ্রীলঙ্কান মেয়েরা। ফলে আগামী জুলাইয়ে মূলপর্ব খেলতে তারা যাবে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে।

কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রাখলেও ১১৪ রানের বেশি করতে পারেনি বাঘিনীরা। সবাইকে আক্ষেপে পোড়ায় ধীরগতির ব্যাটিং। কাছে গিয়েও ভেঙে যায় বড় মঞ্চে খেলার স্বপ্ন।

টাইগ্রেস ওপেনার মুর্শিদা খাতুন হ্যাপি ৩৬ বলে ৩৬ রান করেন। এছাড়া ফারজানা হক পিংকি ৩৯ বলে ৩৩ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ২১ বলে ২০ রান করেন। টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক চামিরা আত্তাপাতুর ২৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রানের লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কান মেয়েরা। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার দুটি, সালমা খাতুন, সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ নেন একটি করে উইকেট।

কমনওয়েলথ গেমসে মেয়েদের টি-টুয়েন্টি ক্রিকেট ইভেন্টের সাত দল র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে আগেই চূড়ান্ত হয় গিয়েছিল। বাকি একটি দলের জন্য পাঁচ দলের বাছাইপর্ব শুরু হয় মালয়েশিয়ার কুয়ালামাপুরে। অপর তিন দলকে হারিয়ে শেষ ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হয়। তবে অঘোষিত ফাইনালে পেরে ওঠেনি বাংলাদেশের মেয়েরা।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ইউরোপা ও চ্যাম্পিয়নস লিগ স্থগিত

সংবাদটি শেয়ার করুন