ঢাকা | বুধবার
৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টেন লিগে রিশাদ

সময়টা দারুণ কাটছে স্পিনার রিশাদ হোসেনের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন রিশাদ। বিশ্বকাপ মাতানোর পুরস্কার হিসেবে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্ণামেন্টে ডাক পাচ্ছেন বাংলাদেশের এই স্পিন অলরাউন্ডার।গ্লোবাল টি-টোয়েন্টি, বিগ ব্যাশের পর এবার এ লেগ স্পিনার ডাক পেলেন জিম আফ্রো টি-টেন লিগে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে জিম্বাবুয়ের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। আগামী রবিবার ড্রাফট থেকে খেলোয়াড় টানবে দলগুলো। তার আগে আজ ফ্র্যাঞ্চাইজি দলগুলো সরাসরি পছন্দের ক্রিকেটারদের নাম তালিকায় যুক্ত করে নিয়েছে।

এর আগে, বিশ্বকাপে দারুণ বোলিংয়ের পরপরই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ডাক পান রিশাদ। যদিও ওই সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তার আর লিগটিতে খেলা হয়নি। সম্প্রতি তাকে দলে ভেড়ায় বিগ ব্যাশের দল হোবার্ট।

আনন্দবাজার/ আরবি

সংবাদটি শেয়ার করুন