শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনালি অতীত ফেরাচ্ছেন খেলোয়াড়রা

সোনালি অতীত ফেরাচ্ছেন খেলোয়াড়রা
  • আলফাজ-নকিব-আরমান-গাউস-কাঞ্চনকে দেখে মুগ্ধ দর্শক

হারিয়ে যাওয়া ফুটবলের জৌলুস ফিরিয়ে আনতে যশোরে মাঠে নেমেছিলেন সোনালী সময়ের মাঠ কাঁপানো ফুটবলার আলফাজ, নকিব, আরমান, গাউস, কাঞ্চনরা। গত শুক্রবার বিকেলে যশোরের সোনালী অতীত ক্লাবের মুখোমুখি হয়েছিলেন তারা। নব্বইয়ের দশকে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে গঠিত ‘টিম ৯০ এফসি ঢাকা’র হয়ে মাঠ মাতালেন এ কৃতি ফুটবলাররা।

যশোরের হামিদপুরে শামস্-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিল ‘টিম ৯০ এফসি ঢাকা’ ও সোনালী অতীত ক্লাব যশোর। এ ম্যাচকে ঘিরে একাডেমি প্রাঙ্গনে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় পরিণত হয়। উৎসুক দর্শকরাও ভিড় করেন মাঠ কাঁপানো আলফাজ, নকিব, আরমান, গাউস, কাঞ্চনদের পায়ে জাদু এক পলক দেখতে। বেলা সাড়ে তিনটার সময় শামস্-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে সোনালী অতীত ক্লাব, যশোর ও টিম ৯০ এফসি ঢাকার এ প্রীতিম্যাচের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর-৬ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। সোনালী অতীত ক্লাব, যশোরের সভাপতি এবিএম আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ হালিম রেজা। আক্রমন প্রতিআক্রমনে জমজমাট ম্যাচটি উপভোগ করেন কয়েক হাজার দর্শক। খেলার ৩৫ মিনিটের সময় ‘টিম ৯০ এফসি ঢাকা’র বিদ্যুৎ ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন। নির্ধারিত সময়ে আর কোনো দল গোলমুখ খুলতে না পারায় ‘টিম ৯০ এফসি ঢাকা’ জয়লাভ করেন।

প্রীতিম্যাচে অংশ নেয়া খ্যাতিমান ফুটবলার আলফাজ আহমেদ ও ইমতিয়াজ আহমেদ নকিব বলেন, ফুটবলের সোনালী ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে আনতে এবং তাদের ফুটবলে উদ্বুদ্ধ করতে এমন আয়োজনে তারা অংশ নিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে সিটি

সোনালী অতীত ক্লাব, যশোরের কোষাধ্যক্ষ হালিম রেজা জানান, দিনে দিনে ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছে। তাই নতুন প্রজন্মকে ফুটবলে উদ্বুদ্ধ করতে এবং ফুটবলকে তৃণমূলে আরও বিস্তৃত করতে তারা এই আয়োজন করেছেন।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন