ঢাকা | শনিবার
১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে সিটি

শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো পেপ গার্দিওলার দল।

বুধবার রাতে ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতেছে সিটি। প্রথম পর্বে একই ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতাটির সেমিফাইনালে উঠলো সিটি। এর আগে গত তিন আসরে শেষ আট থেকে বিদায় নিয়েছিল তারা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন