শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রাইস্টচার্চে বড় হারের আগে লিটনের সেঞ্চুরি

ক্রাইস্টচার্চে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। সেই অনুমিত পথেই মাঠে গড়াল ম্যাচ। কিন্তু তার আগে লিটন উপহার দিলেন ব্যাটিং মাস্টারক্লাস।

ইনিংস ও ১১৭ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট হারের ধাক্কা সামলে বিশাল জয়ে সিরিজ ড্র করল স্বাগতিকরা।

বাংলাদেশ দলের শেষের প্রাপ্তি লিটন দাসের সেঞ্চুরি। দুর্দান্ত সব ড্রাইভ, কাট এবং পুল শটের মিশেলে ১১৪ বলে ১০২ রানের ইনিংস। তব বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরাও চেষ্টা করেন লড়াইয়ের। বেশ কজন উইকেট আঁকড়ে রাখেন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ফলস্বরূপ প্রথম টেষ্টে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় টেষ্টে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫২১/৬ (ডি.)

বাংলাদেশ ১ম ইনিংস: ১২৬

বাংলাদেশ ২য় ইনিংস: (ফলো-অনের পর): ৭৯.৩ ওভারে ২৭৮ (সাদমান ২১, নাঈম ২৪, শান্ত ২৯, মুমিনুল ৩৭, লিটন ১০২, ইয়াসির ২, সোহান ৩৬, মিরাজ ৩, তাসকিন ৯*, শরিফুল ০, ইবাদত ৪; সাউদি ১৭-৬-৫৪-১, বোল্ট ১৬-৬-৪২-০, জেমিসন ১৮-৪-৮২-৪, ওয়্যাগনার ২২-৭-৭৭-৩, মিচেল ৬-১-১৮-১, টেইলর ০.৩-০-০-১)।

ফল: নিউ জিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজ ১-১ ড্র।

ম্যান অব দা ম্যাচ: টম ল্যাথাম।

ম্যান অব দা সিরিজ: ডেভন কনওয়ে।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  জার্মানির সেরা স্টেডিয়াম এখন করোনা হাসপাতাল

সংবাদটি শেয়ার করুন