শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিনে মুমিনুলরা

নিউজিল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিনে মুমিনুলরা

দুই টেস্ট খেলতে আজ (শুক্রবার) স্থানীয় সময় সকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছে মুমিনুল হকরা

সেখানে সাত দিনের কোয়ারেন্টিনে চলে গেছে পুরো দল। নিউজিল্যান্ডে কঠোর কোয়ারেন্টিন প্রটোকলের কারণেই বাংলাদেশকে আগেভাগে যেতে হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

৮ ডিসেম্বর রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে এ বছর দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডে গেছে তারা। এর আগে ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ দল।

জানা জায় করোনা পরীক্ষার ফল সাপেক্ষে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। সাত দিনে তিনটি কোভিড টেস্ট করানো হবে। করোনা নেগেটিভ হলেই মুক্ত হয়ে চলাফেরা করতে পারবেন তারা।

গত ২০ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনও ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতার পর দলের অবস্থা এমনিতেই টালমাটাল। তার ওপর পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স তো আছেই।

বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, শহীদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ, ফজলে মাহমুদ রাব্বি।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  মেসি-রোনালদোকে পিছনে ফেলে দামি ফুটবলার এমবাপ্পে

সংবাদটি শেয়ার করুন