শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফের স্থগিত হলো এশিয়া কাপ

ফের স্থগিত হয়ে গেল এশিয়া কাপ। টুর্নামেন্ট মাঠে নিতে পারেনি গত বছরের আয়োজক পাকিস্তান। এবার নভেল করোনাভাইরাস পরিস্থিতিতে শ্রীলঙ্কায়ও আয়োজিত হতে দিলো না এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরটিকে।

শ্রীলঙ্কায় করোনা সংক্রমণের বাড়ন্ত পরিস্থিতি তাই আরেকবার ঝুলে দিলো এশিয়া কাপের ভাগ্য। গতকাল বুধবার এ বিষয়টি নিশ্চিত করেছেন লঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা।

আগামী জুনে শ্রীলঙ্কায় বসার কথা ছিল এবারের এশিয়া কাপের আসর। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে ঝুলে যাওয়া টুর্নামেন্টটি আর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

লর্ডসে আগামী ১৮ থেকে ২২ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে বিরাট কোহলির ভারত। সেজন্য বিসিসিআই এশিয়া কাপে ভারতের দ্বিতীয় সারির দল পাঠাতে চেয়েছিল। এখন তাদের আর সেই ঝামেলাতেও যেতে হচ্ছে না!

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  বিশ্রাম প্রয়োজন মেসির : বার্সা কোচ

সংবাদটি শেয়ার করুন