১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের ওপেনিংয়ে নেমে চার সেঞ্চুরি করে তাক লাগিয়ে ক্রিকেটবিশ্বে অভিষেক ঘটেছিল সুনিল গাভাস্কারের। ওপেনার হিসেবে অভিষেক সিরিজে রোহিতও সেই পথেই এগোচ্ছেন। ইতিমধ্যে রাঁচির টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। একই সঙ্গে টেস্ট কেরিয়ারে ৩ হাজার রান করেছেন রোহিত।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরুতে তিন উইকেট হারিয়ে বিপদেই পরে গিয়েছিল স্বাগতিক ভারত। এরপর চতুর্থ উইকেটে পরিস্থিতি সামাল দেন রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে।
তবে প্রতিপক্ষের বোলারদের ডেলিভারি গুলোকে দাপটের সঙ্গে সীমানা পার করেছে রোহিত শর্মা। বেশ সতর্কতার সাথেই ব্যাট চালিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকাকে ৩-০ হোয়াইটওয়াশ করাই ভারতের লক্ষ্য। এদিকে ২৫৫ বলে ২১২ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হলেন রোহিত। রোহিত ছাড়াও সেঞ্চুরি করেছেন আজিঙ্কা রাহানে।
শেষ খবর পাওয়া পযর্ন্ত ৯ উইকেট ৪৯৭ রানে করে ইনিংস ঘোষণা দেয় ভারত। অন্যদিকে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা।
আনন্দবাজার/ইউএসএস